ফেসবুক পিক্সেল সেটআপ এর মাধ্যমে যেভাবে ফেসবুকে বুস্টিং খরচ কমাবেন ?

 

ফেসবুক পিক্সেল সেটআপ এর মাধ্যমে যেভাবে ফেসবুকে বুস্টিং খরচ কমাবেন ?

 

আপনি সেন্ড ম্যাসেজ অ্যাড রান করেছেন, রাইট ?

আপনার অ্যাডস এর কল টু অ্যাকশন এতই সহজ করেছেন যে, যার দরকার আছে সে মেসেজ দিচ্ছে আবার যার দরকার নেই সেও দিচ্ছে । আপনার কাছে ১০০ টা মেসেজ আসলে এখান থেকে কতজন আপনার জন্য রাইট অডিয়েন্স সেটা আপনি একটা ধারণা করে নিতে পারবেন । তবে, ফেসবুকের কাছে এই ১০০ জনকেই  সঠিক হিসেবে কাউন্ট করবে । 

যে অডিয়েন্স মেসেজ দিয়েছে সে যদি যদি রাইট অডিয়েন্স হয় তাহলে, ফেসবুক তার সাথে ম্যাচিং করে আরো অনেক রাইট অডিয়েন্স খুঁজে আনবে । তবে, দুর্ভাগ্যবশতঃ যে অডিয়েন্স মেসেজ দিয়েছে  সে যদি ভুল অডিয়েন্স হয় তাহলে তার সাথে   ম্যাচিং করে আরো অনেক ভুল অডিয়েন্স খুঁজে আনবে । আর, ভুল অডিয়েন্স থেকে আপনি মেসেজ (কনভার্সন) পাবেন ঠিকই তবে পেশেন্ট আসবে না । 

আপনিই ভালো জানেন আপনার কাছে যারা মেসেজ দিচ্ছে তারা রাইট অডিয়েন্স কি না ?

যদি রাইট অডিয়েন্স না হয় আপনি এখনো অ্যাড বন্ধ করছেন না । ফেসবুককে কিছু বলছেন না । কোন স্ট্র্যাটেজি ফলো করার চিন্তা করছেনা না । শুধুই বুস্ট করেই যাচ্ছেন । একজন মার্কেটার এর কাজ কি শুধু বুস্ট করা ?

আপনি যদি মনে করেন ফেসবুক আপনাকে রাইট অডিয়েন্স দিচ্ছে না তাহলে আপনাকে রাইট অডিয়েন্স এর চেহারা কেমন হয় তা দেখাতে হবে । সঠিক অডিয়েন্সের সন্ধ্যান আপনি যদি ফেসবুককে দিতে পারেন তাহলে আপনার খরচ কমবে । সঠিক অডিয়েন্স খুঁজে দেবার অনেক টেকনিক আছে । তবে, আজকে খুব গুরুত্বপূর্ন টেকনিক বলব,

ফেসবুক পিক্সেল সেটআপ এর মাধ্যমে কীভাবে ফেসবুককে সঠিক অডিয়েন্স খুঁজে দিবেন এবং খরচ কমাবেন । 

 

ফেসবুক পিক্সেল কি, এর প্রয়োজনীয়তা, কীভাবে কাজ করে ইত্যাদি টেকনিক্যাল আলোচনা আপনার জন্য বুঝাটা কষ্টসাধ্য । যদি আপনি একজন ডাক্তার বা হেলথ স্পেশালিস্ট হয়ে থাকেন তাহলে আমাদের থেকে অনেকগুলো সেবা ফ্রিতে পেয়ে যাবেন । যেমন- ফ্রিতে আপনার ফেসবুক পেইজ অডিট করা, স্ট্র্যাটেজি সেট করা ইত্যাদি । এখন ফেসবুক পিক্সেল এর আলোচনা শুরু করা যাক । 

ফেসবুক পিক্সেল কি ?

ফেসবুক পিক্সেল হল একটি ট্র্যাকিং কোড (JavaScript snippet) যা আপনার ওয়েবসাইটে ইনস্টল করা হয়। এটি ফেসবুককে দেখায় যে, আপনার ওয়েবসাইটে ভিজিটররা কী করছে এবং এই ডেটা ব্যবহার করে আপনি আরও কার্যকরভাবে বিজ্ঞাপন চালাতে পারেন।

 

ফেসবুক পিক্সেল কেন প্রয়োজন?

✅ ১. রিটার্গেটিং (Retargeting) সম্ভব হয়

যারা আপনার ওয়েবসাইট ভিজিট করেছে কিন্তু পণ্য কেনেনি বা ফর্ম পূরণ করেনি, তাদের পুনরায় টার্গেট করতে পারবেন। এটি কনভার্সন বাড়াতে সাহায্য করে।

✅ ২. সঠিক অডিয়েন্স টার্গেট করা যায়

ফেসবুক পিক্সেল ব্যবহার করে Lookalike Audience তৈরি করা যায়, যা আপনার আগের কাস্টমারদের মতো নতুন কাস্টমার খুঁজতে সাহায্য করে।

✅ ৩. কনভার্সন ট্র্যাকিং সহজ হয়

ফেসবুক পিক্সেল আপনাকে দেখায় কোন অ্যাড থেকে বেশি বিক্রি বা লিড আসছে, ফলে বাজেট অপটিমাইজ করা যায়।

✅ ৪. ডাইনামিক অ্যাডস চালানো যায়

ফেসবুক পিক্সেল ব্যবহার করে Dynamic Ads চালানো যায়, যেখানে ভিজিটররা যে পণ্য দেখেছে, সেটাই আবার তাদের ফিডে দেখানো হয়।

✅ ৫. বিজ্ঞাপনের খরচ কমায় ও ROI বাড়ায়

পিক্সেল ব্যবহার করে সঠিক অডিয়েন্স টার্গেট করা হলে Cost Per Acquisition (CPA) কমে এবং বিজ্ঞাপনের ফলাফল আরও ভালো হয়।

 

ফেসবুক পিক্সেল কীভাবে কাজ করে?

১️)  আপনি আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল কোড ইনস্টল করবেন।
২) যখন কেউ আপনার ওয়েবসাইটে আসে, তখন পিক্সেল তাদের ব্রাউজারে কুকি সেট করে।
৩) এই কুকির মাধ্যমে ফেসবুক জানতে পারে ব্যবহারকারীরা কোন পেজ ভিজিট করছে বা কী অ্যাকশন নিচ্ছে।
৪) এই ডেটা ব্যবহার করে ফেসবুক আপনাকে সঠিকভাবে বিজ্ঞাপন টার্গেটিং ও অপটিমাইজেশন করতে সাহায্য করে।

Facebook pixel in bangla

 

এই স্ক্রিনশটের মাধ্যমে ফেসবুক ওয়েবসাইট থেকে যে ডেটা  নিচ্ছে  তা দেখা যাচ্ছে । এবং আপনিও দেখতে পারেন আপনার ডেটা অন্য কোন ওয়েবসাইট নিয়ে যাচ্ছে কি না । ‘Meta Pixel Helper’ এই এক্সটেনশন ব্যবহার করার মাধ্যমে । 

একটি গুরুত্বপূর্ন বিষয়ঃ

ফেসবুক পিক্সেল শুধুমাত্র আপনার ফেসবুকের অ্যাডস কমানোর জন্য । আপনি যদি পিপিসি অ্যাডস চালান, এসইও করেন বা অন্য কোন প্ল্যাটফর্ম বা চ্যানেলের মাধ্যমে মার্কেটীং করেন তার আউটকাম ফেসবুক পিক্সেল এনালাইসিস করে পাবেন । ফলে, কোন চ্যানেল বা প্ল্যাটফর্ম এর আপনার বেশি ফোকাস বা টাকা খরচ করতে হবে তার নির্দেশনা পেয়ে যাবেন । 

শেষ কথা, 

ফেসবুক পিক্সেল ব্যবহার করলে আপনি সঠিক অডিয়েন্স টার্গেট করতে পারবেন, বিজ্ঞাপনের খরচ কমবে এবং কনভার্সন রেট বাড়বে। এটি প্রফেশনাল মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনার জন্য অপরিহার্য একটি টুল।

আপনি যদি সেটআপ করতে চান বা আরও বিস্তারিত জানতে চান, জানিয়ে দিন! 😊🚀

ব্র্যান্ডিং ফর ডকটরস এর সাথে যোগাযোগ করুন  । ব্র্যান্ডিং ফর ডকটরস হতে পারে আপনারই মেডিকেল মার্কেটীং টীম ।

 

রেফারেন্সঃ 

১) https://www.pixelyoursite.com/facebook-pixel-save-money

২) https://www.facebook.com/business/tools/meta-pixel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Get free services only for those who are interested in medical digital marketing